ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গাইবান্ধায় জঙ্গিবিরোধী অভিযান সমাপ্ত

মোমেনুর রশিদ সাগর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাইবান্ধায় জঙ্গিবিরোধী অভিযান সমাপ্ত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে জঙ্গি আস্তানার খোঁজে চলমান অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মইনুল হক।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, অভিযানে জঙ্গি আস্তানা বা কোনো জঙ্গির সন্ধান পাওয়া যায়নি।

এর আগে বুধবার ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত গাইবান্ধা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও কাউন্টার টেররিজম ইউনিট যৌথভাবে জঙ্গিবিরোধী এই অভিযান শুরু করে।

 



অভিযান প্রসঙ্গে গাইবান্ধা পুলিশ সুপার মাসরুকুর রহমান খালেদ বলেন, চরাঞ্চলে জঙ্গি, সন্ত্রাসীরা আত্মগোপন করে থাকতে পারে সন্দেহে অভিযান চালানো হয়। নদনদীতে পানি বৃদ্ধির সময় চরাঞ্চলে নৌ-ডাকাতি বৃদ্ধি পায়। এসব অপরাধ রোধে আগাম ব্যবস্থা হিসেবে জেলা পুলিশের সিদ্ধান্তে এই অভিযান পরিচালিত হয়। পর্যায়ক্রমে জেলার অন্যান উপজেলার চরাঞ্চলেও অভিযান চালানো হবে।

গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হকের নেতৃত্বে এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর অর্ধশতাধিক সদস্য অংশ নেন। তারা গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও মোল্লার চর এলাকার দুর্গম চরাঞ্চলে জঙ্গি আস্থানার খোঁজে অভিযান চালায়।

এ সময় জঙ্গি আস্তানার কোনো সন্ধান পাওয়া না গেলেও মোল্লারচর ইউনিয়নের সিধাইল চর থেকে আইয়ূব আলী ওরফে শুকুর আলী নামে এক ডাকাতকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।



রাইজিংবিডি/গাইবান্ধা/৫ জুলাই ২০১৭ / মোমেনুর রশিদ সাগর/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়