ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিএনপি কেন সহায়ক সরকার চায় ব্যাখ্যা দিলেন ফখরুল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ১০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপি কেন সহায়ক সরকার চায় ব্যাখ্যা দিলেন ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : একটি দলীয় সরকারের প্রধান ক্ষমতায় থাকলে কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এজন্যই তার দল ‘সহায়ক সরকারের’ দাবি তুলেছে।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের ‘ভাসানী ভবন মিলনায়তনে’ ঢাকা মহানগর (উত্তর) বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম-২০১৭ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীর অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না এই দাবি অতীতে আওয়ামী লীগেরও ছিল। দেশের রাজনীতিতে সংস্কৃতি চালু হয়েছিল যে, নির্বাচন হবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তখন জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারত।’

‘কিন্তু এরা (আওয়ামী লীগ) অনির্বাচিতভাবে ক্ষমতায় এসে সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে। তাই সরকারকে বলব- দাম্ভিকতা ও অহংকার ছেড়ে মানুষের কথা চিন্তা-ভাবনা করে আলোচনার ব্যবস্থা করুন। কারণ সবাই এখন সহায়ক সরকারের অধীনে নির্বাচন চায়।’

সরকার বিরাজনীতিকরণের মাধ্যমে দেশকে গণতন্ত্র ও রাজনীতির বাইরে নিয়ে যেতে উঠেপড়ে লেগেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘এদের (আওয়ামী লীগ) চরিত্র দ্বিমুখী। মুখে গণতন্ত্রের কথা বলে আর কাজ করে আরেক। তারা তর্ক-বিতর্ক-যুক্তি বিশ্বাস করে না, পেশি শক্তি বিশ্বাস করে।’

সরকারবিরোধী রাজনৈতিক দলকে ঘায়েল করতে অস্ত্র হিসেবে মিথ্যা মামলাকে ব্যবহার করা হচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশে কোনো সরকার নাই। চলছে এক ব্যক্তির দুঃশাসন, এক ব্যক্তির শাসন। এ থেকে বেরিয়ে আসতে সবাইকে রুখে দাঁড়াতে হবে।’




রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৭/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়