ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সীতাকুণ্ডে জ্বরে ৯ শিশুর মৃত্যু

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ১২ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সীতাকুণ্ডে জ্বরে ৯ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় জ্বরে আক্রান্ত হয়ে নয়টি শিশুর মৃত্যু হয়েছে।

গত শনিবার থেকে বুধবার পর্যন্ত পাঁচ দিনে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ত্রিপুরা সম্প্রদায় অধ্যুষিত ত্রিপুরা পাড়ায় শিশুদের মৃত্যু হয়। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এম এম নুরুল করিম রাশেদ নয়টি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত শিশুদের বয়স চার থেকে নয় বছরের মধ্যে। 

স্বাস্থ্য কর্মকর্তা রাশেদ জানান, গত এক সপ্তাহ ধরে ত্রিপুরা পাড়ায় ভাইরাস জ্বর ব্যাপক আকার ধারণ করে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এবং অভিভাবকরা তাৎক্ষণিকভাবে শিশুদের হাসপাতালে নিয়ে না আসায় প্রয়োজনীয় চিকিৎসার অভাবে শিশুদের মৃত্যু হয়েছে।

বুধবার এই ঘটনা জানাজানি হওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। পরে ওই এলাকা থেকে ২৫/২৬টি আক্রান্ত শিশুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১২ জুলাই ২০১৭/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়