ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিশ্ব যুব দক্ষতা দিবস শনিবার

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ১৩ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্ব যুব দক্ষতা দিবস শনিবার

জ্যেষ্ঠ প্রতিবেদক : তৃতীয়বারের মতো আগামী শনিবার (১৫ জুলাই) বাংলাদেশে বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হবে।

আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাপী মানবসম্পদ তৈরির বিষয়ে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ এ বছরের মূল প্রতিপাদ্য নির্বাচন করেছে, ‘আমার দক্ষতা আনে আমার জীবিকা’।

দিবসটি উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় দক্ষতা ও উন্নয়ন পরিষদ এনএসডিসি আলোচনা সভা এবং শোভাযাত্রার আয়োজন করেছে।

শনিবার বিকেল ৩টায় তেজগাঁও শিল্প এলাকায় টেলিকম ট্রেনিং সেন্টারে এনএসডিসির সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং পরে র‌্যালির  আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দিবসটি পালনের জন্য ২২টি মন্ত্রণালয়, ৩৫টি বিভাগ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে যথাযথ মর্যাদায় পালনের জন্য এনএসডিসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

২০১৪ সালে জাতিসংঘ ১৫ জুলাইকে বিশ্ব যুব দক্ষতা দিবস ঘোষণা করে। ২০১৫ সাল থেকে বাংলাদেশে এনএসডিসির উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ জুলাই ২০১৭/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ