ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নরসিংদীতে অস্ত্র-গুলি উদ্ধার, নারী আটক

গাজী হানিফ মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ১৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নরসিংদীতে অস্ত্র-গুলি উদ্ধার, নারী আটক

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত সুফিয়া ভরতেরকান্দি গ্রামের রাজমিস্ত্রী কামরুল মিয়ার স্ত্রী। এ ঘটনার পর থেকে কামরুল পলাতক রয়েছেন।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) রিজওয়ান আহমেদ রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবপুর থানা পুলিশ ভরতেরকান্দি গ্রামের কামরুল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় কামরুলের ঘরে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ২১ রাউন্ড গুলি ও ৫০০ গ্রাম গান পাউডার পাওয়া যায়। পুলিশ স্ত্রী সুফিয়া বেগমকে আটক করলেও স্বামী কামরুল পলাতক রয়েছেন।  

পেশায় রাজমিস্ত্রী কামরুল অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।



রাইজিংবিডি/নরসিংদী/১৪ জুলাই ২০১৭/গাজী হানিফ মাহমুদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়