ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ১৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে শ্রমিক নেতা আল আমিন হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও অপরজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল মালেক (৪২) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মোল্লাপাড়া এলাকার শাহু ডাকাতের ছেলে। অন্যদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর আলম (৩২) সদর উপজেলার দারুশা গ্রামের ভদু মণ্ডলের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।

২০১৩ সালের ৫ আগস্ট মোল্লাপাড়া এলাকায় তারাবির নামাজ পড়ে বের হলে জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সদস্য আল-আমিনকে (২৯) কুপিয়ে হত্যা করেন মালেক ও জাহাঙ্গীর। এ ঘটনায় ওই দিন রাতে মালেক ও জাহাঙ্গীরকে আসামি করে নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের করেন আল-আমিনের বাবা আবদুল ওহাব।

 

 

রাইজিংবিডি/রাজশাহী/১৬ জুলাই ২০১৭/তানজিমুল হক/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়