ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পাঁচ দিনের সফরে দিল্লিতে এরশাদ

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ১৯ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাঁচ দিনের সফরে দিল্লিতে এরশাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : পাঁচ দিনের সফরে ভারতের রাজধানী নয়াদিল্লি গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

দিল্লি সফরকালে প্রাক্তন এই রাষ্ট্রপতি আজমীর শরীফে হজরত খাজা মইনুদ্দীন চিশতী (রহ.)-এর পবিত্র মাজার জিয়ারত করবেন।

বুধবার সকাল ১০টা ১০ মিনিটে জেট এয়ারওয়েজের ৯ ডব্লিউ ২৭১ ফ্লাইটযোগে এইচ এম এরশাদ দিল্লির উদ্দেশে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।  ২৩ জুলাই বিকেলে তার দেশে ফেরার কথা রয়েছে।

বিমানবন্দরে প্রাক্তন রাষ্ট্রপতিকে বিদায় জানান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম ও সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম সেন্টু, সেলিম ওসমান এমপি, যুগ্ম মহাসচিব সফিকুল ইসলাম সফিক, মো. রেজাউল করিম প্রমুখ।

পাঁচ দিনের দিল্লি সফরে এরশাদের সঙ্গে আছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় ও মেজর খালেদ আখতার (অব.)।



রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৭/নঈমুদ্দীন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়