ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা নজিরবিহীন: বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ২২ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা নজিরবিহীন: বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : পরীক্ষার সময়সূচি প্রকাশের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়ের ‘নজিরবিহীন’ বলে মনে করছে বিএনপি।

এ ঘটনার কঠোর সমালোচনা করে বিএনপি অবিলম্বে মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘রাজধানীর সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা হয়নি। পরীক্ষার তারিখ ও সময়সূচির দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের সমাবেশে পুলিশের হামলার পর আন্দোলনকারীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এ মামলায় ১২০০ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এটি নজীরবিহীন এবং দেশকে অন্ধকারের গুহায় ঠেলে দেওয়ার দৃষ্টান্ত।’

বিএনপির এই নেতা বলেন, ‘দেশটাকে বর্তমান সরকার কোথায় নিয়ে যাচ্ছে? সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সামান্য বিক্ষোভ করতে গেলে পুলিশ তাদের ওপর হামলা করল, গুলি করল, বুলেট নিক্ষেপ করল, লাটিচার্জ করল- রক্তাক্ত হলো শিক্ষার্থীরা। অথচ মামলা করল সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে।’

শিক্ষার্থীরা ন্যায্য ও যুক্তিসঙ্গত দাবিতে আন্দোলন করছে, এ মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘সাতটি কলেজকে ঢাবির অধীনে নেওয়া হলেও বছর পেরোনোর পরও তাদের পরীক্ষার খবর নেই। অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের সহপাঠীরা মাস্টার্স পাশ করে যাচ্ছে, অথচ তাদের জীবন ধ্বংসের মুখে। আসলে বর্তমান সরকার পরিকল্পিতভাবে গোটা শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের খেলায় মেতে উঠেছে।’

শিক্ষার্থীদের ওপর হামলা ও মামলায় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মামলা প্রত্যহারের দাবি জানান বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। একই সঙ্গে আটককৃত শিক্ষার্থীদের মুক্তি ও সিদ্দিকুর রহমানসহ গুরুতর আহতদের সুচিকিৎসার দাবি করেন তিনি।

ক্রসফায়ার নিয়ে সাভারের এক এমপির বক্তব্যের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার দলীয় একজন এমপি ক্রসফায়ারে মানুষ হত্যার ঘোষণা দিয়েছেন। পাঁচজনকে ক্রসফায়ারে দিয়ে হত্যা এবং আরো ১৪ জনের তালিকা করার যে ঘোষণা দিয়েছেন সাভারের সরকার দলীয় সংসদ সদস্য, তাতে বিরোধী রাজনীতিকরা আতঙ্কে পড়েছেন। এখন সেই সংসদ সদস্য যতই বক্তব্য প্রত্যাহার করুন না কেন, তিনি থলের বিড়াল বের করে দিয়েছেন।’

তিনি বলেন, ‘সরকারদলীয় একজন এমপির ক্রসফায়ারের তালিকা তৈরির ঘোষণায় এটি প্রমাণিত হলো যে, এতদিন ধরে বর্তমান সরকারের জীবনবিনাশী আর লাশ ফেলার কর্মসূচির বিষয়ে বিরোধী দলের অভিযোগ যথার্থ। সরকারদলীয় এই এমপির ঘোষণায় প্রমাণ হয়, সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বেআইনি গুম, খুনের সাথে বর্তমান সরকার প্রত্যক্ষভাবে জড়িত।’

বিএনপির দায়িত্বশীলদের বিরুদ্ধে অনলাইনে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, ‘মূলত সরকারের বিভিন্ন এজেন্সির লোকরা দলের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য এ ধরনের মিথ্যা, ভিত্তিহীন মনগড়া অসত্য তথ্য প্রচার করছে বা বিভিন্ন অনলাইনে প্রকাশ করাচ্ছে। এসব বক্তব্যের সঙ্গে বিএনপির কোনো নেতার সম্পর্ক নেই।’

পুলিশের সহযোগিতায় ক্ষমতাসীনরা দেশব্যাপী বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান পণ্ড করে দিচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।



রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৭/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়