ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিইসির বক্তব্য আ.লীগের সিদ্ধান্তের বহিঃপ্রকাশ : বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ২৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিইসির বক্তব্য আ.লীগের সিদ্ধান্তের বহিঃপ্রকাশ : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : দলীয় সরকারের অধীনে নির্বাচনের পক্ষে মত দিয়ে প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষতা হারিয়েছেন বলে মনে করছে বিএনপি।

দলটি বলছে, ‘সিইসির এহেন মন্তব্যে ভয় পাচ্ছে জনগণ। জনগণের মনে আশঙ্কা তাহলে আবারো কী ৫ জানুয়ারি স্টাইলে তিনি দেশে ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছেন?’

সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘নির্বাচনী পথনকশা দিতে গিয়ে সিইসি বলেছেন-আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব। সিইসির বক্তব্য আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তেরই প্রকাশ ঘটিয়েছে।’

‘নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকা দরকার বর্তমানে সে অবস্থা বাংলাদেশে নেই। নির্বাচনী তফসিল ঘোষণার আগে এ বিষয়ে তিনি কিছুই করতে পারবেন না বলে জানিয়েছেন। তাহলে তিনি নির্বাচনের দেড় বছর আগেই রোড ম্যাপ ঘোষণা করলেন কেন?”

সরকারি দল রাষ্ট্রীয় টাকা খরচ করে ভোট চাইলেও বিএনপিকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী এখন আর আইনের বাহিনী নয়, এদেরকে সরকারি দলের নীলনকশা বাস্তবায়নে লাঠিয়াল হিসেবে তৈরি করা হয়েছে। তাই এরা কোনো মনুষ্যত্ব, আইন-কানুন ও জনমতের ধার ধারে না। যার জলন্ত উদাহরণ হচ্ছে তিতুমীর কলেজের নিরীহ ছাত্র সিদ্দিকুর রহমান, যার দুটি চোখ পুলিশের গুলিতে অন্ধ।’

‘সুতরাং দলীয় সরকারের অধীনে সরকারের এই বাহিনীগুলো নির্বাচনকে প্রভাবিত করতে বেপরোয়া হয়ে উঠবে। এগুলোও নির্বাচনী অসমান মাঠের নমুনা। এই অসমতল মাঠ সমতল করার দায়িত্ব নির্বাচন কমিশনের।

এই কাজটি তিন মাসে করতে পারা নির্বাচনের কমিশনের পক্ষে কখনোই সম্ভব নয়। এই কাজটি এখন থেকেই শুরু হওয়ার কথা। অথচ সিইসি তফশিল ঘোষণার পর সেটি দেখবেন বলেছেন।”

বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অসম্ভব মন্তব্য করে রিজভী বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা ইতিমধ্যেই সর্বমহলে সমালোচিত হয়েছে। তিনি বর্তমান ভোটারবিহীন সরকারের হাতিয়ার হিসেবেই কাজ করছেন। সুতরাং বর্তমান সিইসির অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আদৌ হবে কি না তা নিয়ে জনমণে যথেষ্ট শঙ্কা দেখা দিয়েছে।’



রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৭/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়