ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বন্যা দুর্গত এলাকায় যাচ্ছে ১৪ দলের ত্রাণ টিম

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ২৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্যা দুর্গত এলাকায় যাচ্ছে ১৪ দলের ত্রাণ টিম

নিজস্ব প্রতিবেদক : ত্রাণ তৎপরতা চালাতে শিগগিরই সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দুইটি টিম বন্যা দুর্গত এলাকায় যাবে বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে। আমাদের সরকার ত্রাণ তৎপরতার পাশাপাশি দুর্গত এলাকায় বিভিন্ন সহায়তা অব্যাহত রেখেছে। তারপরও ১৪ দল অতীতের ধারাবাহিকতায় এবারও দিলীপ বড়ুয়ার নেতৃত্বে একটি টিম চট্টগ্রাম, ফেনীসহ কয়েকটি এলাকা এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে উত্তরাঞ্চলে যাবে।

গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের মধ্যে আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আব্দুস সবুর, সুজিত রায় নন্দী, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এস এম কামাল হোসেনসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, জেপির শেখ শহিদুল ইসলাম, জাসদের শিরীন আখতার, শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম, অসিত বরণ রায়, বাসদের রেজাউর রশিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৭/নৃপেন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়