ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিএনপির সদস‌্য সংগ্রহে বাধা দিচ্ছে সরকার : যুবদল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ২৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপির সদস‌্য সংগ্রহে বাধা দিচ্ছে সরকার : যুবদল

জ‌্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির সদস‌্য সংগ্রহ অভিযানে বাধা দিয়ে সরকার দলটির অগ্রযাত্রাকে ব‌্যাহত করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব।

সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর নামে মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার গণমাধ‌্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি।

যুবদল সভাপতি বলেন, ‘দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে যখন বিএনপির নতুন সদস্যভুক্তির উৎসবে মেতে উঠেছে, ঠিক সেই সময় সরকার এজেন্ট দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির অগ্রযাত্রা ব‌্যাহত করতে চাইছে। যাতে আগামী নির্বাচনের আগে বিএনপি তৃণমূল জনগণের কাছে পৌঁছাতে না পারে।’

তিনি বলেন, ‘সরকার ও তার ষড়যন্ত্রকারী মিত্ররা যত চেষ্টাই করুক তা আর সফল হবে না। বাংলাদেশের জনগণ  এবার সকল ষড়যন্ত্র্রের জাল ছিন্ন করে তাদের অভিষ্ট লক্ষে পৌছাবে।’

টুকুর বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানান নীরব।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৭/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়