ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দেশে মৌলিক অধিকার ভূলুণ্ঠিত : বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ২৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশে মৌলিক অধিকার ভূলুণ্ঠিত : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকার গণতান্ত্রিক আচার-আচরণের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, ‘দেশে এখন মৌলিক ও মানবাধিকারগুলো ভূলুণ্ঠিত।’

মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে এ মন্তব্য করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম এবং সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান।

বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম চলার সময় পল্লবী থানা পুলিশ বিএনপি নেতা মো. মানিককে গ্রেপ্তার করার প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেওয়া হয়।

গ্রেপ্তারের পর মানিককে রাস্তায় ফেলে বেদম প্রহার করা হয়েছে দাবি করে মহানগর বিএনপির শীর্ষ দুই নেতা বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী গণতান্ত্রিক আচার-আচরণের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায় দেশ শাসন করছে বলেই মানুষের সংবিধানস্বীকৃত মৌলিক ও মানবাধিকারগুলো আজ ভূলুণ্ঠিত।’

‘বিএনপিসহ বিরোধী দলগুলোর যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচিতেও পুলিশ বেপরোয়া হামলা চালিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার এবং নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। বিএনপি নেতা মো. মানিককে গ্রেপ্তার ও বেধড়ক লাঠিপেটা করে রক্তাক্ত করার ঘটনা সেই নির্যাতন-নিপীড়নেরই ধারাবাহিকতা।’

নেতৃদ্বয় অবিলম্বে মানিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৭/রেজা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়