ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

খালেদা লন্ডনে, সরকারের ঘুম হারাম : রিজভী

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদা লন্ডনে, সরকারের ঘুম হারাম : রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন যাওয়ায় সরকারের ঘুম হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির নেতা রুহুল কবির রিজভী। সফর নিয়ে নেতা-কর্মীদের মাঝে নেতিবাচক ধারণা সৃষ্টির জন্য ‘সরকারি এজেন্সিগুলাকে’ মাঠে নামানো হয়েছে বলেও অভিযোগ তার।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘সরকারের এজেন্সিগুলো বিএনপির সিনিয়র নেতাদের উদ্ধৃত করে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন ও অবিশ্বাস্য কল্পকাহিনী প্রচার করা হচ্ছে।’

‘মূলত: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবার পর সরকারের ঘুম হারাম হয়ে গেছে। সরকারের জনপ্রিয়তা শূন্যে চলে আসায় এখন দেশবাসী ও বিএনপির সাধারণ নেতা-কর্মীদের মধ্যে নেতিবাচক ধারণা সৃষ্টির জন্য সরকারি এজেন্সিগুলোকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে।”

বিএনপি জ্যেষ্ঠ নেতাদের নামে অনলাইনে বানোয়াট ও ভিত্তিহীন বিবৃতি প্রচার করা হচ্ছে বলেও দাবি করেন দলটির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

‘দুদিন আগেও তারেক রহমানকে উদ্দেশ্য করে ভাইস চেয়ারম্যান এম মুর্শেদ খানের নাম ব্যবহারের মাধ্যমে বানোয়াট, অসত্য, মনগড়া বক্তব্য একটি ওয়েবসাইটে প্রচার করা হয়েছে। যে বক্তব্যের সাথে জনাব মুর্শেদ খানের কোনো সম্পর্কই নেই।”

‘তারা (সরকার) বিএনপি নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। ১/১১ এর সরকারও অনেক অপচেষ্টা করেছিল কিন্তু কোনো লাভ হয়নি। আপনারাও পারবেন না। অপপ্রচার ও কুৎসা রটনাকারীদের মানুষ ঘৃণা করে, এরা ইতিহাসের ঘৃণ্য  চরিত্র। এরা অসভ্যতা এবং নোংরা সংস্কৃতির ধারক”, বলেন রিজভী।

খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে ক্ষমতাসীনদের নেতিবাচক মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ক্ষমতাসীন জোটের মন্ত্রী ও নেতারা মুনাফা, নগদ লাভ ইত্যাদির জন্যই প্রধানমন্ত্রীকে খুশি করতেই লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিভ্রান্তি ছড়াতেই ষড়যন্ত্রতত্ত্বে মেতেছেন। দেশে তাদের সৃষ্ট দারিদ্র্য, অবিচার, নিষ্ঠুর নিপীড়ন আর গুম, খুন ও লাশ ফেলার রাজনীতি ঢেকে ফেলার জন্যই এরা খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।’

পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে সরকার
ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘পাতানো নির্বাচনের’ ষড়যন্ত্র করছে দাবি করে রিজভী বলেন, ‘মিথ্যা কল্পকাহিনি রচনা করে বিএনপির সিনিয়র নেতাদের নামে বদনাম ও কুৎসা রটানোর অপচেষ্টা করছে। এসব ষড়যন্ত্রমূলক রটনার মূল উদ্দেশ্য হচ্ছে ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচন করা।’

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই একাদশতম নির্বাচন হবে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ইস্পাতকঠিন মনোবলে ঐক্যবদ্ধ। কাজেই চক্রান্ত-ষড়যন্ত্র নীলনকশা করে আর পার পাওয়া যাবে না।’

শাহবাগে শিক্ষার্থী আন্দোলনের পুলিশের হামলা সরকারের হিংস্রতার প্রকাশ মন্তব্য করে তিনি বলেন, ‘এ নিয়ে দেশজুড়ে যখন আলোড়ন চলছে ঠিক সেই মুহূর্তে আজকে গণমাধ্যমে দেখলাম চারজন যুবককে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এটা সিদ্দিকুরের ইস্যুকে অন্যদিকে মোড় নিতেই করা হয়েছে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।’

ফেনীর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামকে জেলগেট থেকে গ্রেপ্তার করা প্রতিবাদ জানান রিজভী। তিনি অবিলম্বে কামরুলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।



রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৭/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়