ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার।

এ উপলক্ষে সংগঠনটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে কেন্দ্রীয় কার্যালয় ও সারা দেশে আঞ্চলিক সংগঠনের কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৭টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এরপর সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ রাইজিংবিডিকে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। আপা (শেখ হাসিনা) সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা মূলক বক্তব্য দেবেন।

১৯৯৪ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের প্রাক্তন নেতাদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা নেতা ছিলেন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওছার ও সাধারণ সম্পাদক পংকজ নাথ সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৭/নৃপেন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়