ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সহায়ক সরকারের রূপরেখা

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ২৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সহায়ক সরকারের রূপরেখা

নিজস্ব প্রতিবেদক : সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকলের মতামতের ভিত্তিতেই বিএনপি সহায়ক সরকারের রূপরেখা দিতে চায় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদের স্মরণে নাগরিক স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।

পেশাজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘সকলের মতামতের ভিত্তিতেই আমরা সহায়ক সরকারের রূপরেখা দিতে চাই। আশা করি এতে আপনারা সবাই যুক্ত থাকবেন। কারণ দেশের বর্তমান পরিস্থিতিতে শুধু বিএনপিই আক্রান্ত নয়, গোট দেশ আজ আক্রান্ত। আসছে লড়াইয়ে সকল শ্রেণিপেশার মানুষকে একযোগে যুক্ত হতে হবে।’

তিনি আরো বলেন, ‘যে দলের প্রভাবে এত বড় বড় কর্মকর্তারা অন্যায় করে সেই দলের অধীনে সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব? কারণ নির্বাচনে সেই ডিসি-এসপিরাই দায়িত্বে থাকবেন। আমরা দেখেছি, উপজেলা, ইউনিয়ন পরিষদ, সিটি নির্বাচন কীভাবে হয়। কীভাবে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের বিজয়ী করা হয়। সে জন্য নাগরিকের ভোটাধিকার ফিরিয়ে দিতে আমাদের নেত্রী (খালেদা জিয়া) সহায়ক সরকারের কথা বলেছেন।’

বরগুনার ইউএনও প্রত্যাহারের ঘটনার কথা উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘বরগুনার ইউএনও প্রত্যাহারের ঘটনা আমরা দেখছি। গোটা দেশ দেখেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নির্দেশে ডিসি, এসপি অন্যান্য কর্মকর্তারা এমনকি বিচারকেরাও প্রভাবিত হয়েছে। এটা প্রমাণিত। কারণ তাদের বদলি করা হয়েছে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন- অধ্যাপক ছদরুল আমিন, অধ্যাপক আক্তার হোসেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল লতিফ, বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংবাদিক নেতা সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ডা. এ জেএম জাহিদ হোসেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৭/সাওন/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ