ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সংখ্যালঘুদের জন্য ৩০ সংরক্ষিত আসন চান এরশাদ

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংখ্যালঘুদের জন্য ৩০ সংরক্ষিত আসন চান এরশাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ৩০টি সংরক্ষিত আসন রাখার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রোববার গুলশানের একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির উদ্যোগ অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

এরশাদ বলেন, বর্তমান সংসদে নারীদের জন্য ৫০টি সংরক্ষিত আসন আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানসহ অন্যান্য সম্প্রদায়ের জন্য ৩০টি আসন সংরক্ষিত রাখা হবে। এজন্য জাতীয় পার্টি সংসদে প্রস্তাবনা দেবে। আশা করছি তা সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়ে আগামী সংসদ থেকে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ৩০ জন সংরক্ষিত আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করতে পারবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ব্যারিস্টার রানা দাশগুপ্ত,  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দিপু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব নকুল চন্দ্র সাহা, শ্রীকৃষ্ণ সেবা সংঘের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সমরেন্দ্র নাথ রায়(সমর), জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক গোবিন্দ প্রমাণিক, জন্মষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার সহদেব চন্দ্র বৈদ্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সোমনাথ দে, সুজন দে, তরুণ বসু প্রমুখ।

উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মাসুদ পারভেজ সোহেল রানা, সাহিদুর রহমান টেপা, এস এম ফয়সল চিশতি, মীর আব্দুস সবুর আসুদ, সোলেমান আলম শেঠ, উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু, নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন আহমেদ বাবুল।

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, আমার শাসনামলে ভারতে বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে আমাদের এখানে একটি পত্রিকার উস্কানিতে কিছু সংখ্যাক মন্দিরে হামলা হয়েছিল। আমি ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি সামাল দিয়েছি। ওই পত্রিকা বন্ধ করে দিয়েছিলাম। সবকটি ক্ষতিগ্রস্ত মন্দির আমরা সংস্কার করে আগের অবস্থানে ফিরিয়ে নিয়েছিলাম।

এরশাদ বলেন, সারাদেশে আমাদের পার্টির ৩৪ জন এমপি আছেন। যে এলাকায় আমাদের এমপিরা দায়িত্বে আছেন সে এলাকায় সংখ্যালঘুদের কোনো বাড়িঘর, মন্দিরে কেউ হামলা করতে পারেনি। আগামীতেও পারবে না। এতে করে প্রমাণ হয় জাতীয় পার্টির কাছে সব ধর্মের মানুষ নিরাপদ।



রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৭/নঈমুদ্দীন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়