ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আওয়ামী লীগ ঠুনকো দল নয়’

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ২৪ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আওয়ামী লীগ ঠুনকো দল নয়’

নিজস্ব প্রতিবেদক : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, 'প্রধান বিচারপতি হঠাৎ করেই সংসদ নিয়ে আপত্তিকর মন্তব্য করে মাঠে নেমেছেন। তিনি প্রত্যক্ষ-পরোক্ষভাবে ঔদ্ধত্য ছাড়িয়ে যাচ্ছেন। তাকে মনে রাখতে হবে আওয়ামী লীগ ঠুনকো দল নয়।’

তিনি বলেন, ‘আপনি যাদের খুশি করার জন্য এসব অবান্তর কথা বলছেন তারা আপনার বন্ধু নয়, শত্রু। তাদের চিহ্নিত করুন। বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা এ দেশ স্বাধীন করেছি। আর কোনো সামরিক জান্তার পকেট থেকে আওয়ামী লীগের সৃষ্টি হয়নি। তাই অবিলম্বে আপনার পর্যবেক্ষণ প্রত্যাহার করতে হবে।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব মহিলা লীগ আয়োজিত মহিলা সংসদ সদস্যদের অবজ্ঞার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

আমির হোসেন আমু বলেন, ‘শোকের মাস আসলেই ষড়যন্ত্রকারীরা উজ্জীবিত হয়। নতুনভাবে পানি ঘোলা করার চেষ্টা করে। পাকিস্তানের উদাহরণ দিয়ে প্রধান বিচারপতি ভীতি প্রদর্শনের চেষ্টা করছেন। আর তার কথা পুঁজি করে বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিবেক হচ্ছে মানুষের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ মানুষের বিবেককে কুঠারাঘাত করেছে। মহিলা সংসদদের নিয়ে কটূক্তি করায় দেশের নারী সমাজ আজ সংক্ষুব্ধ। সংসদ নিয়ে তার করা আপত্তিকর মন্তব্য মানুষের হৃদয়ে আঘাত করেছে।’

প্রধান বিচারপতির সংসদ নিয়ে পর্যবেক্ষণ বিএনপি-জামায়াতকে উস্কে দিচ্ছে বলেও মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা।

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য অপু উকিল, সাবিনা আক্তার, যুব মহিলা লীগের সহসভাপতি জাকিয়া হোসেন মল্লিক প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ আগস্ট ২০১৭/নাসির/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়