ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইসির সীমানা পুনঃনির্ধারণে বিএনপির সংশয়

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ৩১ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইসির সীমানা পুনঃনির্ধারণে বিএনপির সংশয়

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আগেই নির্বাচন কমিশনের (ইসি) সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ আইনের খসড়া চূড়ান্ত করার খবরে প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিএনপি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ না হতেই সীমানা পুনঃনির্ধারণ সংক্রান্ত আইনের খসড়া তৈরি নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে, প্রভুকে খুশি করতেই প্রধান নির্বাচন কমিশনার কমিশনের দায়িত্ব নিয়েছেন।’

প্রধান নির্বাচন কমিশনার কারো মতামতকে তোয়াক্কা না করে সরকার প্রধানের নির্দেশনা অনুযায়ী কাজ করছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের সঙ্গে বৈঠকে যে পরামর্শগুলো উঠে আসছে সেগুলোকে সিইসি গ্রহণ করতে পারছেন না। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার গঠন, সেনাবাহিনী মোতায়েন ও তাদেরকে বিচারিক ক্ষমতা প্রদান, নির্বাচনের পূর্বেই সংসদ ভেঙ্গে দেওয়া ইত্যাদি বিষয়ে বৈঠকের ঐসব মতামতকে সিইসি আমলে নিচ্ছেন না।’

ইসি কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা বারবার বলে আসছি সিইসি হিসেবে কে এম নুরুল হুদার দায়িত্ব নেওয়ার পর যেসব উদ্যোগ-আয়োজন নেওয়া হয়েছে, তা তিনি প্রধানমন্ত্রীর প্রেসক্রিপশন অনুযায়ীই করছেন।’

‘তিনি (প্রধান নির্বাচন কমিশনার) প্রধানমন্ত্রীর হুকুমের বাইরে যে এক কদমও যেতে পারবেন না তা তিনি নিজেই উল্লেখ করেছেন। এর আগে তিনি বেআইনিভাবে একক সিদ্ধান্তে সরকারের পছন্দমত লোকদের ইসিতে নিয়োগ ও বদলি করেছেন। তিনি রকিব কমিশনকে পুরোপুরিভাবে অনুসরণ করছেন। মূলত: প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী কাননেরই ফুল।’

আগামী নির্বাচনকে ঘিরে যে সংলাপ চলছে সেটিকে আইওয়াশ বলেও মন্তব্য করেন রিজভী।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে
সংবাদ সম্মেলনে রিজভী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘অপহরণ গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে। একদিকে উচ্চ আদালতের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে অন্যদিকে কতিপয় আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে।’

তিনি বলেন, ‘গত এক সপ্তাহে ৬ জনের গুমের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উচ্চ আদালত ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়ার পর হাওয়া বদলের আভাস পেয়ে সরকার দিশেহারা হয়ে এখন মারমুখী হয়ে পড়েছে।

দেশে বিভিন্ন গুমের ঘটনার জন্য সরকারকে দায়ী করে  রিজভী বলেন, ‘সরকারের বিভিন্ন এজেন্সিগুলোই গুমের মতো পাশবিক কর্মকাণ্ডে লিপ্ত। সেজন্য বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গুম করার পরও থানায় সাধারণ ডায়েরি নিচ্ছে না, পুলিশ। রাষ্ট্রকেই এর জন্য একদিন জবাবদিহি করতেই হবে।’



রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৭/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়