ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘আগাম নির্বাচনের দাবি অযৌক্তিক, উদ্ভট’

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ৬ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আগাম নির্বাচনের দাবি অযৌক্তিক, উদ্ভট’

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংসদ ভেঙে দিয়ে বিএনপির আগাম নির্বাচনের দাবি অযৌক্তিক, উদ্ভট ও হাস্যকর।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা টোল প্লাজায় ডিজিটাল পদ্ধতিতে টোল আদায়ের বুথ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা জনগণের ইচ্ছায় ক্ষমতায় এসেছি। বিএনপির কথায় আসিনি। সংবিধানের বাইরে কিছুই হবে না। আরেকটা গণতান্ত্রিক নির্বাচন হবে। জনগণ চাইলে আমরা থাকব, জনগণ না চাইলে আমরা থাকব না।’

তিনি আরো বলেন, আন্দোলনে ব্যর্থতার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ করা উচিৎ। আগাম নির্বাচনের দাবিকে তিনি রসিকতা বলেও মন্তব্য করেন।



রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/৬ আগস্ট ২০১৭/হাসান উল রাকিব/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়