ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বিএনপিকে এ সরকারের অধীনেই নির্বাচনে আসতে হবে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ৬ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিএনপিকে এ সরকারের অধীনেই নির্বাচনে আসতে হবে’

সচিবালয় প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বিএনপিকে নির্বাচনে আসতে হলে বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনেই আসতে হবে। বিএনপির সামনে এর কোনো বিকল্প পথ নেই।

বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, আগামী বছরের শেষদিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার তিনমাস আগে সংবিধান অনুযায়ী এই সরকারই সহায়ক সরকারের দায়িত্ব পালন করবে। আর নির্বাচন কমিশন নির্বাচন পরিচলনা করবে। নির্বাচনে অংশ না নিলে বিএনপিরই ক্ষতি হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবির প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, পৃথকভাবে সহায়ক সরকারের কোনো অপশন সংবিধানে নেই। বর্তমান সরকারই হবে নির্বাচনকালীন সহায়ক সরকার।

তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনও বয়কট করে অনেক জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও হত্যাযজ্ঞ চালিয়েছে বিএনপি। তার খেসারত তারা এখনও দিচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/৬ সেপ্টেম্বর ২০১৭/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়