ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘রোহিঙ্গা ইস্যুতে সরকার কূটনৈতিক তৎপরতায় ব্যর্থ’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ৬ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রোহিঙ্গা ইস্যুতে সরকার কূটনৈতিক তৎপরতায় ব্যর্থ’

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকার রোহিঙ্গা ইস্যুতে প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা চালাতে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রোহিঙ্গা ইস্যু জাতিসংঘে তুলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর সে দেশের সামরিক বাহিনীর নির্যাতন ও রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয়ের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, ‘সরকার রোহিঙ্গা ইস্যুতে একটি সম্মানজনক সমাধানে পৌঁছাতে প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা চালাতে ব্যর্থ হয়েছে। অথচ ইন্দোনেশিয়া, তুরস্ক থেকে বিষয়টিতে উদ্বেগ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রীরা ছুটে আসছেন। আমরা জোর দাবি জানাই, রোহিঙ্গা ইস্যুটি জাতিসংঘে তোলা হোক।’

সরকার আরেকটি একদলীয় নির্বাচন করতে চায়, এ অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশকে বিরোধী মতশূন্য করতে বিএনপিকে নির্মূল করার ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে তারা আরেকটি ২০১৪ সালের মতো নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু স্পষ্ট করে বলে দিতে চাই, এ দেশের মানুষ আর ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে দেবে না। আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় সহায়ক সরকারের অধীনে হতে হবে।’

জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই বর্তমান সরকার জনগণকে সুশাসন ও জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘এখন দুই বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধও নিরাপদ নয়। খুন, গুম, ধর্ষণ নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। ক’দিন আগে ২০ দলীয় জোটের দল কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান নিখোঁজ হয়ে গেছেন। সরকারের জবাবদিহিতা নেই বলে অন্যায় ঘটনা ঘটেই চলেছে। নতুন করে জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ঘটিয়ে ১০ বছরের শিশুকেও মেরে ফেলা হচ্ছে।’

রাস্তাঘাটের বেহাল অবস্থা তুলে ধরে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি নয়, ভাঙা রাস্তাঘাটের মতো আপনাদেরই বেহাল অবস্থা। সেজন্য বিচার বিভাগ ও বিচাপতিদের অপমান করে কথা বলেন।’

এক-এগারোতে তারেক রহমানকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল, এ দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘এখন ক্ষমতাসীনরা সুপরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কারণ, তারেক রহমানকে তারা ভয় পায়। কিন্তু তারেক রহমানের অন্যায়ের কোনো কিছুই খুঁজে পায়নি।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি মুন্সি বজলুল বাছিদ আঞ্জুর সভাপতিত্বে এবং আহসান উল্লাহ আহসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।



রাইজিংবিডি/ঢাকা/৬ সেপ্টেম্বর ২০১৭/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়