ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বাধ্য হয়ে সরকার রোহিঙ্গাদের ঢুকতে দিচ্ছে’

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫২, ১০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাধ্য হয়ে সরকার রোহিঙ্গাদের ঢুকতে দিচ্ছে’

নিজস্ব প্রতিবেদক : জনগণ ও আন্তর্জাতিক মহলের চাপে বাধ্য হয়ে সরকার রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘আমাদের নেত্রী বেগম জিয়া সরকারের কাছে অনেক আগেই দাবি করেছিলেন, এই অসহায় মানুষদের আশ্রয় দিন। এ অসহায় মানুষগুলোকে বাংলাদেশে ঢোকার সুযোগ দিন। আমরা তারপরও দেখেছি এসব মানুষ একেবারে মানবেতর জীবন-যাপন করেছে। পানির মধ্যে, খোলা আকাশে, তাদের মাথায় কোনো ছাউনি নেই, তাদের খাবার নেই, ওষুধ নেই, তাদের আশ্রয়স্থল নেই। এখন বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক মহলের চাপে বাধ্য হয়ে সরকার রোহিঙ্গাদের ঢুকতে দিচ্ছে।’

রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 'মিয়ানমারে গণহত্যা বন্ধ কর' শীর্ষক এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ নামের একটি সংগঠন।

শামসুজ্জামান দুদু বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আমরা ড. ইউনুসকে ব্যবহার করতে পারতাম সরকারিভাবে, সেটা ব্যবহার করা হয় নাই, আমরা যে একটা রাষ্ট্র,  আমাদের যে একটা সরকার আছে,  এই ঘটনার মধ্য দিয়ে সেটা মনে হয় না। এখন প্রশ্ন উঠেছে বিদেশ থেকে যেসব দূত এসেছে সাহায্য সহযোগিতার জন্য তাদের নিয়েও অপপ্রচার করা হচ্ছে, তাদের যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না। ’

এ সময় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, 'যত দ্রুত পারেন মানবতার স্বার্থে এই অসহায় রোহিঙ্গাদের বাঁচান। তাদের রক্ষা করুন।’

আয়োজক সংগঠনের সভাপতি ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব আ. স. ম মোস্তফা কামালের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দীন আহমেদ, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান তামান্না, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির, জিনাপের সভাপতি মিয়া মো. আনোয়ার, শাহবাগ থানা কৃষক দলের সভাপতি এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ সেপ্টেম্বর ২০১৭/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়