ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রোহিঙ্গাদের ফ্রি মেডিক্যাল সহায়তা দেবে বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ১১ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গাদের ফ্রি মেডিক্যাল সহায়তা দেবে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : কক্সবাজারের উখিয়াতে অসহায়, বিপন্ন  রোহিঙ্গাদের জন্য তিন দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করবে বিএনপি।

এই কার্যক্রমে যৌথভাবে সহায়তা করবে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটি, সংগঠনের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শাখা, চট্টগ্রাম জেলা শাখা, চট্টগ্রাম মহানগর শাখা, কক্সবাজার জেলা শাখা ও বান্দরবান জেলা শাখা।

বুধবার এই কার্যক্রম শুরু হয়ে চলবে শুক্রবার পর্যন্ত। বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে অসহায় রোহিঙ্গাদের চিকিৎসা সহায়তায় এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

তিনি জানান, ৩০জন বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণের কার্যক্রমের দায়িত্বে থাকবেন।



রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৭/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়