ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স বিল উত্থাপন

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ১১ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স বিল উত্থাপন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স আদেশ ১৯৭২ রহিত করে সংশোধনসহ তা পুনঃপ্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স বিল-২০১৭ উত্থাপন করা হয়েছে।

সোমবার জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিলটি উত্থাপন করেন।

বিলে বিদ্যমান বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স এমনভাবে বহাল রাখার প্রস্তাব করা হয়েছে, যেন তা বিলের বিধান অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছে।

বিলে কলেজ পরিচালনা ২০ সদস্যের কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে।

বিলে কাউন্সিলের সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, নির্বাচন, তাদের কার্যাবলি, দায়িত্ব, কাউন্সিলের সভা, কাউন্সিলের কাজ, কার্যাবলি, নির্বাহী কমিটি গঠন, সচিবসহ অন্যান্য কর্মচারী নিয়োগ, কলেজের তহবিল, হিসাবরক্ষণ ও নিরীক্ষা, বার্ষিক প্রতিবেদন ও বাজেট, জনসেবক নিয়োগ, বিধিমালা প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধানের প্রস্তাব করা হয়েছে।

পরীক্ষা-নিরীক্ষা করে ৩০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৭/এম এ রহমান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়