ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জিততে তামিমদের চাই ১৭৫ রান

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ১৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিততে তামিমদের চাই ১৭৫ রান

ক্রীড়া ডেস্ক : ইন্ডিপেনডেন্স কাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য তামিম ইকবালদের বিশ্ব একাদশকে করতে হবে ১৭৫ রান।

পাকিস্তানের ১৭৪ রানের ইনিংসে ব্যাট হাতে অবদান রেখেছেন বাবর আজম, আহমেদ শেহজাদ ও শোয়েব মালিক। ১৭৪ রানের ১২৭ রানই এসেছে এই তিনজনের ব্যাট থেকে। বাবর আজম ৩৮ বলে ৫ চারে ৪৫ রান করেন। ৩৪ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৪৩ রান করেন আহমেদ শেহজাদ। শেষদিকে ২৩ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৯ রান করে দলীয় সংগ্রহকে ১৭৪ পর্যন্ত নিয়ে যান শোয়েব মালিক। এ ছাড়া ফখর জামান ২১ ও ইমাদ ওয়াসিম ১৫ রান করেন। 

বল হাতে বিশ্ব একাদশের স্যামুয়েল বাদ্রি ও থিসারা পেরেরা ২টি করে উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন ইমরান তাহির ও বেন কাটিং।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ সেপ্টেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়