ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘ত্রাণ শুধু তারাই দেবে?’

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ১৫ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ত্রাণ শুধু তারাই দেবে?’

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণে বিএনপিকে বাধা দেওয়ার ঘটনায় সরকারের কড়া সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, ‘বিএনপি কেন রোহিঙ্গাদের ত্রাণ দিতে পারবে না?  রোহিঙ্গারা কি আওয়ামী লীগ ও কক্সবাজার জেলা প্রশাসকের আত্মীয়? ত্রাণ কি শুধু তারাই দেবে?’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে তারেক জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি। রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের হত্যা, গুম, অগ্নিসংযোগ, ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করা হয়।

জয়নুল আবদীন ফারুক বলেন, ‘বিএনপির ত্রাণ কার্যে বাধা দিয়ে আওয়ামী লীগ ও কক্সবাজার জেলা প্রশাসক যা করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। তারা যে কায়দায় বিরোধী দলের নেতা-কর্মীদের গুম, খুন, নির্যাতন করছে ঠিক একই কায়দায় কক্সবাজারে বিএনপির ত্রাণ কার্যে বাধা দিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

আয়োজক সংগঠনের সভাপতি ফাতেমা খানম সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক পলাশ মণ্ডলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, রফিক শিকদার, ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সংগঠনের নেতা মাইদুল ইসলাম, সাদ্দাম হোসেন, আবু বক্কর প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৭/মামুন খান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়