ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চালের দাম বৃদ্ধির জন্য সরকার দায়ী : বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ২১ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চালের দাম বৃদ্ধির জন্য সরকার দায়ী : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য সরকারকে দায়ী করে বিএনপি বলেছে, এই মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে ক্ষমতাসীন দলের ব্যবসায়ী চক্র। 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘মন্ত্রীদের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকের পরও কমেনি চালের দাম। চাল ব্যবসায়ী ও মিল মালিকেরা চালের দাম ২ থেকে ৩ টাকা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন বলে গত দুদিন আগে বাণিজ্যমন্ত্রীর দেওয়া বক্তব্য বাগাড়ম্বর ছাড়া আর কিছুই নয়। কারণ, এর প্রভাব বাজারে এখনো পড়েনি।’

চালের দাম নিয়ে মন্ত্রীদের বক্তব্য ডাহা চাপাবাজিতে পরিণত হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, ‘তাদের কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। দুদিন আগে মন্ত্রীদের সাথে চাল ব্যবসায়ীদের বৈঠকের সময় ব্যবসায়ীরা চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন- কোথায় এক কোটি টন চাল আছে দেখান। সে সময় মন্ত্রীরা এর কোনো সদুত্তর দিতে পারা দূরে থাক অসহায়ের মতো নিরুত্তর ছিলেন। এই ভোটারবিহীন সরকারের দম্ভ আর ধমক ছাড়া জনগণকে দেওয়ার আর কিছুই নেই।’

রাজধানীর বিভিন্ন স্থানে খোলাবাজারে কিনতে আসা নিম্নবিত্তদের ওএমএসের মোটা সেদ্ধ চালের পরিবর্তে আতপ চাল দেওয়া হচ্ছে দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘আতপ চালের বিক্রি বাড়াতে ডিলাররা আটা ক্রেতাদের জোরপূর্বক আতপ চাল নিতে বাধ্য করছেন। ক্রেতারা আটা চাইলে সঙ্গে আতপ চালও দিয়ে দেওয়া হচ্ছে এবং তা নিতেও বাধ্য করা হচ্ছে সাধারণ ক্রেতাদের। আতপ চাল না কিনলে আটা মিলছে না। যা অত্যন্ত অমানবিক ও গরিব মানুষের সঙ্গে জোর জবরদস্তির শামিল।’

চালের মূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জোর দাবি জানান বিএনপির এই নেতা।

রোহিঙ্গা সংকটের মধ্যে মিয়ানমারে খাদ্যমন্ত্রীর চাল আনতে যাওয়ার সমালোচনা করে রিজভী বলেন, ‘এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের একজন মন্ত্রীর মাত্র এক লাখ টন চালের জন্য স্বস্ত্রীক মিয়ানমার সফর রোহিঙ্গা ইস্যু সমস্যা সমাধানের পথকে কেবল দুর্বলই করেনি, এতে দেশের আত্মমর্যাদাও ভুলুণ্ঠিত হয়েছে।’

রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই মন্তব্য করে রিজভী বলেন, ‘বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যের কথা বারবার বলা হলেও সরকার জমিদারের ন্যায় নিজেদেরকে দেশের একক মালিক ভেবে একতরফা ও একগুঁয়েমি কাজ করছে। ফলে রোহিঙ্গা আশ্রয় নেওয়া অঞ্চলে ভয়াবহ মানবিক বিপর্যয় প্রকট হয়ে উঠেছে।’



রাইজিংবিডি/ঢাকা/ঢাকা/২১ সেপ্টেম্বর ২০১৭/রেজা/এসএন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়