ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘প্রধানমন্ত্রীর বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ২৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রধানমন্ত্রীর বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক’

জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : যুক্তরা‌ষ্ট্রের নিউইয়‌র্কে বিএন‌পি‌কে সন্ত্রাসী ও জঙ্গি দল আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার দেওয়া বক্তব্যকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ ব‌লে‌ছেন বিএন‌পির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লা‌বে এক আলোচনা সভায় তি‌নি ব‌লেন, ‘প্রধানমন্ত্রীর মুখ থেকে এ ধরনের কথা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিএনপি বর্তমানে সবচাইতে জনপ্রিয় দল, সবচেয়ে বড় দল। এ দলকে বিদেশে গিয়ে প্রধানমন্ত্রীর মুখে সন্ত্রাসী বলা, জঙ্গি বলা- এটার নিন্দা করার ভাষা আমাদের নেই। এটা অত্যন্ত দুঃখজনক।’

বিএনপিকে ‘গণতান্ত্রিক দল’ হিসেবে অভিহিত করে খন্দকার মোশাররফ বলেন, ‘বিএনপি শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, একটি গণতান্ত্রিক মধ্যপন্থী দল, নির্বাচনমুখী দল। এই দল পাঁচবার দেশ পরিচালনা করার সুযোগ পেয়েছে জনগণের নির্বাচনের মাধ্যমে।’

বিএনপিকে সন্ত্রাসী দল বলে আওয়ামী লীগ ফের গায়ের জোরে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য ক‌রেন বিএন‌পির অন্যতম এই নী‌তিনির্ধারক।

‘বিচার বিভাগ, সরকার বাহাস : বাংলাদেশে আইনের শাসনের ভবিষ্যৎ’ শিরোনামে এ আলোচনা সভার আয়োজন করে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ’।

বিএনপি নেতা খন্দকার মোশাররফ ব‌লেন, ‘রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী দলীয় রাজনীতি করছেন। বাংলাদেশের জনগণ তাদের এ ধরনের পদক্ষেপ সমর্থন করবে না।’

রো‌হিঙ্গা সংক‌টে কার্যকর পদ‌ক্ষেপ নি‌তে সরকারের পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য ক‌রেন খন্দকার মোশাররফ।

ব্যারিস্টার সারোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক দিলারা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক হাসান তালুকদার, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা এবং মো. সালাহউদ্দিন খান বক্তব্য রাখেন।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২৩ সে‌প্টেম্বর ২০১৭/‌রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়