ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কারো দয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা চায় না মানুষ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ২৩ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কারো দয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা চায় না মানুষ

জ্যেষ্ঠ প্রতিবেদক : অতীতে এদেশের মানুষের গণতন্ত্রের জন্য সংগ্রামের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারো প্রয়োজনে রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।

সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
অলি আহাদ ও চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘গণ সাংস্কৃতিক দল’।

মির্জা ফখরুল বলেন, ‘আজ আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সভা সমাবেশ তো করতে দেয়-ই না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটুকু পর্যন্ত করতে পারি না। এমনকি ঘরের মধ্যে মিটিং করতে দেওয়া হয় না। গণতন্ত্র কেড়ে নেওয়া হচ্ছে। এই জন্যই আমরা অধিকার ফিরে পেতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছি।’

‘আমরা বলি না আমরা ক্ষমতায় আসতে চাই। গণতন্ত্রের মুখোশ পরে যারা গণতন্ত্রের কথা বলছে তারা মিথ্যা বলছে, জাতিকে বিভ্রান্ত করছে। সেই জন্য বাইরে থেকে যারা আসে তাদের কাছে দেশের গণতন্ত্রহীনতার কথা বলি। এদেশের মানুষ অতীতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে, ভবিষ্যতেও করবে। এদেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে কারো দয়া চাইবে না। বুকের রক্ত দিয়েই প্রতিষ্ঠা করবে।’

গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল।

এক-এগারোর সরকারের সঙ্গে আপোষ না করার কারণেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৯টি মামলা দেওয়া হয়েছে উল্লেখ করে দলটির এই মুখপাত্র বলেন, ‘এখন তাকে (খালেদা জিয়া) প্রতি সপ্তাহে একদিন হাজিরা দিতে হচ্ছে। দেশে এখন কঠিন দুঃসময় চলছে। এটা শুধু খালেদা জিয়া বা অন্য কারোর জন্য নয় এটা সমগ্র দেশের মানুষের জন্য কঠিন সময়।’

গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সংগ্রামের ইতিহাস তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘অনেকেই খালেদা জিয়ার সমালোচনা করেন। তার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। কিন্তু এই কথাটি তো সত্য, তিনি আরাম আয়েশ ছেড়ে দিয়ে দীর্ঘ নয় বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, লড়াই করছেন। আগেও করেছেন। এক-এগারোর ব্যর্থ-অবৈধ মঈনউদ্দিন-ফখরুদ্দিন সরকারকে মেনে নেননি। সেই জন্য তাকে ১৬ মাস কারাগারে থাকতে হয়েছে তার বিরুদ্ধে ৩৯টি মামলা দেওয়া হয়েছে।’

রোহিঙ্গা সংকটকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করে সরকারকে জাতীয় ঐক্য সৃষ্টি করতে বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এটা নিয়ে বড় ধরনের চক্রান্ত চলছে। তাই স্পষ্ট করে বলছি, রাজনীতি নয় জাতীয় ঐক্য সৃষ্টি করেন। রোহিঙ্গা ইস্যুতে সরকার পদক্ষেপ নিতে দেরি করেছে। এখন জাতীয় ঐক্য সৃষ্টি করলে সরকারের হাতই শক্তিশালী হবে।’

সরকার একদলীয় ক্ষমতা প্রতিষ্ঠিত করে যেভাবেই হোক ক্ষমতায় থাকতে চায় মন্তব্য করে বিএনপি এই নেতা বলেন, “প্রধান বিচারপতি তার বক্তব্যে লিখেছিলেন ‘আমিত্য’ কথাটি। ‘আমি’ ছাড়া আর কেউ নেই, এই ‘আমিত্য’ ভাবটিই পুরো বাংলাদেশকে পাল্টে দিয়েছে। সবকিছু একজনের কথায় হবে। পৃথিবীর সব দেশের নেতাদের নিয়ে কার্টুন হয়, কিন্তু আমাদের দেশে করা যাবে না। ৫৭ ধারায় আটকা পড়ে যাবেন। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

এ সময় প্রয়াত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম ও ভাষা সৈনিক অলি আহাদের স্মৃতিচারণ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘অত্যন্ত সুপরিকিল্পতভাবে ডাকসুসহ সব ছাত্র সংসদগুলো নির্বাচন বন্ধ করে রাখা হয়েছে। শুধু এই সরকার নয় পরম্পরায় দীর্ঘ দিন ধরেই ছাত্র সংসদগুলো নির্বাচন হচ্ছে না। ফলে নেতৃত্ব তৈরি হচ্ছে না। এই সমাজকে যদি পরিবর্তন করা না যায়, তাহলে মাওলানা ভাসানী, অলি আহাদ বা অন্যান্য দিকপাল যারা পৃথিবী বদলে দিয়েছেন, তাদের অনুসরণ করা সম্ভব হবে না।’

আয়োজক সংগঠনের সভাপতি এ আলম মামুনের সভাপতিত্বে বক্তব্যে দেন গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সহ আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৭/রেজা/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়