ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘কর্মকর্তাদের চিঠি দেওয়া নিয়ে মির্জা ফখরুল মিথ্যা বলছেন’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ২০ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কর্মকর্তাদের চিঠি দেওয়া নিয়ে মির্জা ফখরুল মিথ্যা বলছেন’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের নাগরিক সমাবেশে আসতে স্কুল ও ব্যাংকের কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ মিথ্যা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানী ঐক্যজোটের উদ্যোগে মওলানা ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারেন। ১৮ তারিখ আওয়ামী লীগের পক্ষ থেকে নয় নাগরিকদের পক্ষ থেকে সমাবেশ করা হয়েছে। এ সমাবেশের জন্য কোথাও কোনো চিঠি দেওয়া হয়নি। কিন্তু মির্জা ফখরুল সাহেব মিথ্যাচার করলেন। তিনি নাকি দেখেছেন, বাসে ছাত্র-ছাত্রীদের তোলা হচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, মিথ্যাচার করার আগে অন্তত খোঁজ-খবর নিয়ে বলেন। বেকুবের মতো মিথ্যা বলবেন না।

ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দেওয়ায় বিএনপির নেতাদের আনন্দ প্রকাশের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘আমি টেলিভিশনে দেখেছি, ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দেওয়ায় বিএনপি নেতারা বলেছেন, এটা আনন্দের বিষয়। আপনারা যখন ক্ষমতায় ছিলেন, তখন এই ভাষণ বাজালে মাইক কেড়ে নেওয়া হতো। মাইক ভেঙে ফেলা হয়েছে অনেকবার। রেডিও-টেলিভিশনে কখনো বাজানো হয়নি এই ভাষণ। এখন যখন স্বীকৃতি দিয়েছে তখন তো আপনাদের কোনো কথা বলার নাই।’

নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির আপত্তির বিষয়ে তিনি বলেন, ‘আপনারা চান, আপনাদের পছন্দমতো সরকারের অধীনে নির্বাচন দিতে। আপনারা জানেন, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। তখন সরকার শুধু রুটিন মাফিক কাজ করবে।’

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে, এ কথা উল্লেখ করে প্রাক্তন এই মন্ত্রী বলেন, ‘সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না কারো ইচ্ছায়। অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবেই আগামী নির্বাচন হবে। বিএনপির আবদার পূরণ করতে হলে সমস্ত পৃথিবীর নিয়ম ভঙ্গ করতে হবে।’

হাছান মাহমুদ বলেন, ‘রংপুরে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বিএনপির রাজনীতি হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি। নির্বাচনের সময় আসলে তারা ধর্মের কথা বলে। যারা ইসলাম নিয়ে ব্যবসা করে তাদের ভোট পাওয়ার জন্য। রংপুরের ঘটনা বিএনপির সৃষ্টি।’

সংগঠনের আহ্বায়ক বঙ্গদ্বীপ এম এ ভাসানীর সভাপত্বিতে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, অরুন সরকার রানা প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২০ নভেম্বর ২০১৭/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়