ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মির্জা ফখরুলের ফোন নাম্বার হ্যাকিংয়ের অভিযোগ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ২৩ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মির্জা ফখরুলের ফোন নাম্বার হ্যাকিংয়ের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত মোবাইল নাম্বার হ্যাকিং হয়েছে বলে অভিযোগ করেছে তার দল।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, বিএনপি মহাসচিবের ব্যবহৃত ০১৭৭৭...৯৮৮ এই মোবাইল নাম্বারটি হ্যাকিং করে ব্যবহার করা হচ্ছে।

তাইফুল ইসলাম টিপু বলেন, ‘এখন থেকে উনি (মির্জা ফখরুল ইসলাম) উল্লিখিত মোবাইল নাম্বারটি আর ব্যবহার করবেন না। উক্ত মোবাইল নাম্বর থেকে কোনো কল আসলে সে সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।’

এর আগে মির্জা ফখরুলের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক আইডি খোলা হয়েছে বলেও বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। জানানো হয় মির্জা ফখরুলের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই।



রাইজিংবিডি/ঢাকা/২৩ নভেম্বর ২০১৭/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়