ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রোহিঙ্গা ফেরানোর চুক্তি নিয়ে বিএনপির হতাশা

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ২৪ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা ফেরানোর চুক্তি নিয়ে বিএনপির হতাশা

জ্যেষ্ঠ প্রতিবেদক : রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের সঙ্গে সম্পাদিত সমঝোতা চুক্তির ভবিষ্যৎ নিয়ে ‘হতাশা’ ব্যক্ত করেছে বিএনপি। একইসঙ্গে সমঝোতা চুক্তিটি জনসমক্ষে প্রকাশের দাবিও জানিয়েছে দলটি।

শুক্রবার বায়তুল মোকাররমে জাতীয় মসজিদে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই সদ্যপ্রয়াত আহমেদ কামালের জানাজার আগে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা বলেন, ‘আমরা খুব হতাশ হয়েছি। ওই চুক্তির মূল বিষয়গুলো আমরা জানি না, জনসমক্ষে আনা হয়নি। এই চুক্তির ফলে তারা (রোহিঙ্গা) কতটুকু আস্থা ফিরে পাবেন যে, তারা সেই জায়গায় আবার ফিরে যাবেন, যে জায়গায় তাদের নিরাপত্তা থাকবে কি না, আবার তারা সেই গণহত্যার শিকার হবে কি না, এ বিষয়গুলো এখন পর্যন্ত আমরা কিছুই জানি না।’

‘এখনো মিয়ানমার সেনাবাহিনী নির্যাতন করছে, অত্যাচার করছে। প্রতিদিনই মিয়ানমার থেকে বহু লোক এখানে (বাংলাদেশ) আসছে। এই অত্যাচার-নির্যাতন-গণহত্যা বন্ধ না করে আবার সেখানে তাদেরকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা, এটা আমরা মনে করি আরেকটি নরকের মধ্যে ঠেলে দেওয়ার সমস্যা হবে’, বলেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতে সম্পাদিত সমঝোতা চুক্তি জনসমক্ষে প্রকাশ চান কি না প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, ‘অবশ্যই জনসমক্ষে চাই।’

সহিংতার মুখে মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নাইপিদোতে সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও মিয়ানমারের স্টেট কাউন্সিলর দপ্তরের মন্ত্রী কিয়া তিন্ত সোয়ে এই চুক্তিতে সই করেন।

মির্জা ফখরুল সমঝোতা চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আশা করব যে, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তিটি সত্যিকার অর্থে সেখানে তাদেরকে নাগরিকত্বের মর্যাদা দিয়ে ফিরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করবে। অন্যথায় এটা একেবারেই একটা ব্যর্থ চুক্তি হবে বলে আমরা বিশ্বাস করি।’

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘এখন পর্যন্ত তারা (মিয়ানমার) যে গণহত্যা করেছে, সেটা কিন্ত বাংলাদেশ সরকার সেভাবে তুলেও ধরেনি এবং একইসঙ্গে সেই যে স্বীকৃতি সেটাও কিন্তু আন্তর্জাতিকভাবে সেভাবে পাওয়া যায়নি। যদিও জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র সেই কথাগুলো বলেছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে সে কথাটা এখন পর্যন্ত পাওয়া যায়নি।’

এ সময়ে দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৪ নভেম্বর ২০১৭/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়