ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আহমেদ কামালের ক‌ফি‌নে বিএন‌পির শ্রদ্ধা

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ২৪ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আহমেদ কামালের ক‌ফি‌নে বিএন‌পির শ্রদ্ধা

‌জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : বিএন‌পির প্র‌তিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামালের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার নামাজে জানাজার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষেও মহাসচিব আলাদা পুস্পস্তবক অর্পণ করেন।

বৃহস্পতিবার বিকালে বাসাবোর বাসায় মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নামাজে জানাজায় প্রাক্তন রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, গাজী মাজহারুল আনোয়ার, হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, হাবিবুল ইসলাম হাবিব, আবদুল বারী ড্যানি, তাইফুল ইসলাম টিপু, আমিরুল ইসলাম খান আলিম, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, মুন্সি বজলুল বাসিত আনজু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, হাফেজ আবদুল মালেক, হেলাল খান, শায়রুল কবির খান, রাজীব আহসান, জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, প্রয়াত আহমেদ কামাল খানের চাচাত ভাই মাহমুদুল হোসেন, ভাতিজা মাহবুব আল-আমীন ডিউ, এস ইসলাম ডনসহ সহাস্রাধিক বিএনপির নেতা-কর্মী, সমর্থকরা  অংশ নেন।

জানাজার পর সড়কপথে অ্যাম্বুলেন্সে করে কফিন নিয়ে যাওয়া হয় বগুড়ার গাবতলীতে। সেখানে রাতে অ্যাম্বুলেন্সে রেখে শনিবার বাদ জোহর জানাজা শেষে দাদার কবরের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২৪ ন‌ভেম্বর ২০১৭/‌রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়