ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘ধমক দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশে আনা হচ্ছে’

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ২৫ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ধমক দিয়ে  কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশে আনা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, চিঠি দিয়ে, ধমক দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশে আনা হচ্ছে।

একই সঙ্গে আনন্দ সমাবেশে সরকারি কর্মকর্তাদের উপস্থিত থাকা সরকারের সিদ্ধান্ত, আইনের সিদ্ধান্ত নয় বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লবের সামনে ঢাকাস্থ পিরোজপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সারা দেশে আনন্দ শোভাযাত্রার সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘জনগণ আপনার (প্রধানমন্ত্রী) পাশে নেই। তাই মাঠ ভরানোর জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জোর করে নিয়ে আসছেন।’

ঢাকাস্থ পিরোজপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি হিরু রহমান মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক মীর শরাফত আলী স্বপু, ঢাকাস্থ পিরোজপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ঢাকাস্থ কাউখালী উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ বক্তব্য রাখেন।



রাইজিংবিডি/ঢাকা/২৫ নভেম্বর ২০১৭/মেহেদী/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়