ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মুক্তা মনিকে আর্থিক সহায়তা দিলেন সাতক্ষীরার এসপি

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ২৫ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুক্তা মনিকে আর্থিক সহায়তা দিলেন সাতক্ষীরার এসপি

সাতক্ষীরা প্রতিনিধি : দীর্ঘ ছয় মাস ঢাকা মেডিক্যালে চিকিৎসা শেষে এক মাসের ছুটিতে বাড়ি আসা মুক্তা মনির খোঁজ-খবর নিতে তার বাড়িতে গিয়েছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান।

সোমবার বিকেলে তিনি সদর উপজেলার কামারবায়সা গ্রামে মুক্তা মনির বাড়িতে যান। এ সময় তিনি মুক্তা মনির সঙ্গে কথা বলেন এবং তার খোঁজ-খবর নেন।

পরে মুক্তা মনির বাবা ইব্রাহিম হোসেনের কাছে তিনি তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তাসহ বিভিন্ন ফলমূল প্রদান করেন।

পুলিশ সুপার এ সময় বলেন, মুক্ত মনি যতদিন সাতক্ষীরায় থাকবে ততদিন তিনি তার যাবতীয় খরচসহ দেখভাল করবেন। পুলিশ সুপারের সঙ্গে এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার রাতে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিট থেকে এক মাসের ছুটিতে গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সায় ফিরে আসে মুক্তা মনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিক্যালে তার চিকিৎসার সব খরচ বহন করেন এবং তিনি প্রতিনিয়ত তার চিকিৎসার খবর নেন।




রাইজিংবিডি/সাতক্ষীরা/২৫ ডিসেম্বর ২০১৭/এম.শাহীন গোলদার/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়