ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বাবা ছেলের নাম ঘোষণা করলেন-এটা গণতন্ত্র?’

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৫, ২৮ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাবা ছেলের নাম ঘোষণা করলেন-এটা গণতন্ত্র?’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে বিএনপির প্রার্থীতা ঘোষণার সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাবা ছেলের নাম ঘোষণা করছেন-এটা কোন গণতন্ত্র। এতেই বোঝা যায় গণতন্ত্র কোন দলে আছে, কোন দলে নাই।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে দেখলাম বাংলাদেশের একটা পার্টিতে, বাবা তার ছেলেকে সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে। এটা আওয়ামী লীগে সম্ভব নয়।’

‘এই সিস্টেম তো আওয়ামী লীগে নেই। আওয়ামী লীগে আমাদের নেত্রী কাউকে সবুজ সংকেত দিতে পারে, কিন্তু তা প্রুভ করতে হবে আমাদের মনোনয়ন বোর্ডে। তখন তা আমাদের মনোনয়ন বোর্ডে চূড়ান্ত বলে বিবেচিত হবে। এটাই আমাদের পার্টির সিস্টেম।’

তিনি আরো বলেন, আমরা হঠাৎ করে অর্থাৎ আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একজনের নাম বলে দিলাম-তিনি আমাদের আওয়ামী লীগের প্রার্থী। এটা কিন্তু আওয়ামী লীগে সম্ভব নয়। আওয়ামী লীগ প্রার্থী দেয় নিয়ম অনুযায়ী।

তিনি আরো বলেন, বিএনপি দলে কোনো গণতন্ত্র নেই। তাদের এক নেতা হঠাৎ করে তার ছেলের নাম ঘোষণা করলেন ডিএনসিসির মেয়র প্রার্থী হিসেবে। এখানেই বুঝা যায়, গণতন্ত্র কোন দলে আছে কোন দলে নেই। বাবা তার ছেলের নাম ঘোষণা করলেন, এটা কোন গণতন্ত্র?’

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ ও ত্রাণ সম্পাদক সুজীত রায় নন্দী, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৭/নৃপেন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়