ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডিএনসিসি উপনির্বাচনে আ.লীগের প্রার্থী আতিকুল

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ১৬ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিএনসিসি উপনির্বাচনে আ.লীগের প্রার্থী আতিকুল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম আতিক।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভা শুরুর আগে ডিএনসিসির উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ১৭ জনের সাক্ষাৎকার নেন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভা হয়। সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে আতিকুল ইসলামকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান ওবায়দুল কাদের।  

নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন,  আমাদের কোনো প্রার্থীর যোগ্যতা কম নয়। ১৮ জন থেকে একজন খুঁজে বের করা কঠিন। মনোনয়ন বোর্ডে সবার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লিন ইমেজের সম্ভ্রান্ত পরিবারের সন্তানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বিকেলে বিজিএমইএর প্রাক্তন সভাপতি আতিকুল ইসলাম আতিক আওয়ামী লীগ সভাপতির শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন। সকাল ১২টার পর থেকে দলীয় নেতাকর্মীদের বহর নিয়ে একে একে মেয়র পদে ফরম জমা দিতে আসেন অন্যরা। এতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়সহ আশপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হয়। নেতাকর্মীদের আনাগোনায় মুখর হয়ে ওঠে সভাপতির রাজনৈতিক কার্যালয়সহ সামনের রাস্তা।

এর আগে গত তিন দিনে মেয়র পদে আওয়ামী লীগের  মনোনয়নপ্রত্যাশী ১৭ জন ফরম সংগ্রহ করেন। গত শনিবার থেকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। গত তিন দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং জমা দেন মেয়র পদপ্রার্থী রাসেল আশেকী, আদম তমিজি হক, আতিকুল ইসলাম আতিক, মোহাম্মদ ফরহাদ হোসেন, শাহ আলম, এইচ বি এম ইকবাল, হেলাল উদ্দিন, জোবায়ের আলম, আবেদ মনসুর, মমতাজ হোসেন মেহেদী, ইয়াদ আল ফকির, আবুল বাশার, শামীম হাসান, ওসমান গনি, আসমা জেরিন ঝুমু, মোহাম্মাদ জামান ভুঞা ও শাহীন হক।

প্রয়াত মেয়র আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া মেয়র পদে আগামী ২৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। ডিএনসিসির প্রথম নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে মেয়র পদে বিজয়ী হন আনিসুল হক।

এর আগে আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি বিতরণ করা হবে। এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ২৫ হাজার টাকা।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৮/নৃপেন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়