ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নির্বাচন স্থগিত সাজানো নাটক : শাফিন

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ১৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচন স্থগিত সাজানো নাটক : শাফিন

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের নেপথ্যে সরকারের সংশ্লিষ্টতা দেখছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মেয়র প্রার্থী শাফিন আহমেদ। বিষয়টিকে সরকারের ‘সাজানো নাটক’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বুধবার এনডিএম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

শাফিন আহমেদ বলেন, ‘বর্তমান সরকারের গণতন্ত্র হরণ, অব্যাহত গুমের ঘটনা, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, দুর্নীতি এবং সরকারদলীয় সাংসদের বিভিন্ন অপকর্মের ঘটনায় সচেতন ঢাকাবাসী সরকারদলীয় মেয়র প্রার্থী থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সেজন্য সাজানো নাটকের মাধ্যমে এই উপনির্বাচন স্থগিত করা হয়েছে।’

দ্রুততম সময়ের মধ্যে আইনি জটিলতা নিরসন করে মেয়র নির্বাচনের আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শাফিন আহমেদ বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ না করা এবং নবগঠিত ১৮টি ওয়ার্ডের কাউন্সিলরদের মেয়াদ কতদিন হবে সে বিষয়ে আইনে পরিষ্কার উল্লেখ  না করেই গুরুত্বপূর্ণ এই নির্বাচনের তফসিল ঘোষণা করা ছিল এক প্রকার বিস্ময়।’

সিটি করপোরেশনের উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন অপরিপক্কতার পরিচয় দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, এর মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সরকারের সদিচ্ছার অভাবকেই প্রতিফলিত করেছে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৮/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়