ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জাতীয় স্মৃতিসৌধে জোকো উইদোদোর শ্রদ্ধা

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০১, ২৮ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় স্মৃতিসৌধে জোকো উইদোদোর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, সাভার : বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

রোববার সকাল সাড়ে ৮টায় সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান তিনি। এরপর সফর সঙ্গীদের নিয়ে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

স্মৃতিসৌধে পৌঁছালে তাকে স্বাগত জানান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, নবম পদাতিক ডিভিশনের জিওসি, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা জেলার পুলিশ সুপারসহ অন্যরা।

শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন উইদোদো। পরে স্মৃতিসৌধের ভিআইপি বাগানে একটি বকুল ফুলের চারা রোপন করেন তিনি। দুই দিনের সফরে শনিবার বিকেলে ঢাকায় পৌঁছান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।

 

 

 

রাইজিংবিডি/সাভার/২৮ জানুয়ারি ২০১৮/সাফিউল ইসলাম সাকিব/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়