ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের শরণখোলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে বেড়িবাঁধ নির্মাণকাজে ব্যবহৃত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকবাহী ক্রেন ট্রাক উল্টে তুহিন মীর (৩৮) ও পলাশ হালদার (৩০) নামের দুই শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আট শ্রমিক।

বুধবার দুপুরে উপজেলার রায়েন্দা-তাফালবাড়ি সড়কের লাকুড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শরণখোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতরা হলেন- কবির মীর (৩৫), দুলাল হাওলাদার (২৫), মো. রনি (২৪), মো. হেলাল (১৮), বাবুল হাওলাদার (৩৮), খোকন গাজী (৩৫), রিয়াজ জমাদ্দার (৩০) ও সজিব (৩৪)।

নিহত তুহিন উপজেলার চালরায়েন্দা গ্রামের আব্দুল মান্নান মীরের ছেলে এবং পলাশ তাফালবাড়ি গ্রামের পুলিন হালাদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে শরণখোলা পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারে টেকসই বাঁধ নির্মাণে নিয়োজিত পিএইচডব্লিউই নামের চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত সিটি-০০৩ নম্বরের ক্রেন ট্রাকটি ১৫ জন শ্রমিক নিয়ে রায়েন্দা থেকে তাফালবাড়ি যাচ্ছিল। বেপরোয়া গতিতে লাকুড়তরা বাজার সংলগ্ন ব্রিজের মোড় ঘোরার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার দুই শ্রমিক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে চার-পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

শরণখোলা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।



রাইজিংবিডি/বাগেরহাট/৭ ফেব্রুয়ারি ২০১৮/টুটুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়