ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রায় পূর্বপরিকল্পিত : অলি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ১০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রায় পূর্বপরিকল্পিত : অলি

জ্যেষ্ঠ প্রতিবেদক : দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়ার বিষয়টি সরকারের ‘পূর্ব পরিকল্পিত’ বলে দাবি করেছেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক এলডিপির প্রতিষ্ঠাতা সভাপতি কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ।

খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে তিনি বিএনপির কর্মসূচির প্রতি সমর্থন দেন।

শনিবার দুপুরে রাজধানীর এফডিসি এলাকায় এলডিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে রায়ের বিষয় নিয়ে কথা বলেন তিনি।

অলি আহমেদ বলেন, ‘এই রায় সরকারের পূর্বপরিকল্পিত, নয়তো আকস্মিকভাবে রায়ের ১৫ দিন আগে কেন নাজিমউদ্দীন রোডের পরিত্যক্ত কারাগার সংস্কার করা হবে? বৃহস্পতিবার কেন রায় দেওয়া হবে? ৬৩২ পৃষ্ঠার রায় কীভাবে ১০ দিনের ভেতর লেখা সম্ভব হয়?’

বেগম জিয়াকে কেন নাজিমউদ্দীন রোডের পরিত্যক্ত কারাগার সংস্কার করে সেখানে রাখা হলো এ প্রশ্ন তুলে এলপিডির সভাপতি বলেন, ‘তাকে তো কাশিমপুর বা ঢাকায় নির্মিত নতুন কারাগারেও রাখা যেত। বেগম খালেদা জিয়া একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন সেনাপ্রধানের স্ত্রী। তার জন্য কেন ডিভিশন চেয়ে আবেদন করতে হবে? এটি তো এমনিতেই পাওয়ার কথা।’

খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়ায় যুক্তরাষ্ট্র, জাতিসংঘসহ বিভিন্ন দেশের বিবৃতি উল্লেখ করে তিনি বলেন, ‘যে কারণে খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে তার সঙ্গে তিনি জড়িত নন। তিনি কোনো অর্থ তসরুফ করেননি। হয়তো কিছু নিয়মে ভুল ছিল। এর বাইরে কিছু না। দেশে বড় বড় দুর্নীতিবাজদের কোনো বিচার হচ্ছে না। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে সরকারের মহলের অনেকে। তাদের কোনো বিচার হচ্ছে না। অথচ কোনো দোষ না করেও বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করা হয়েছে।’

বিএনপিকে দ্রুত আপিলের পরামর্শ দিয়ে অলি আহমেদ বলেন, ‘সরকারকে এর পরিণতি বুঝতে হবে। আমাদের ধ্বংসাত্মক কোনো কাজের দিকে ধাবিত না করতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপি নেতৃত্ব সংকটে পড়বে কী না-এমন প্রশ্নে তিনি বলেন, ‘কারো অনুপস্থিতিতে কোনো দল থেমে থাকে না। একজন গেলে আরেকজন তার জায়গা নেয়। আর বেগম খালেদা জিয়াকে বেশি দিন জেলে বন্দি রাখা যাবে বলে আমি বিশ্বাস করি না। তাকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৮/রেজা/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়