ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মিত্রদের নিয়ে বিএনপির বৈঠক

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ১১ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিত্রদের নিয়ে বিএনপির বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক : খালেদা জিয়ার অনুপস্থিতিতে ভবিষ্যতে ২০ দলীয় জোটের কর্মকাণ্ড এগিয়ে নেওয়াসহ ‘কর্মসূচি নির্ধারণে’ মিত্রদের পরামর্শ নিতে বৈঠক করেছে বিএনপি।

রোববার বিকেল ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসেন দলটির শীর্ষ নেতারা। এই প্রথমবারের মতো ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক হলো যেখানে জোটপ্রধান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নেই।

জোট সূত্র বলছে, খালেদা জিয়ার কারামুক্তির জন্য আন্দোলন, কর্মসূচি নির্ধারক, জোট ঐক্যবদ্ধ রাখা, একসঙ্গে কর্মসূচি প্রণয়নসহ বেশ কিছু বিষয় গুরুত্ব পেয়েছে জোটের বৈঠকে।

বৈঠকে নেতৃত্ব দেন বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ছিলেন।

বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যেজোটের (একাংশ) আব্দুর রকিব, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, বাংলাদেশ মুসলিম লীগের এইচ এম কারুজ্জামান, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৮/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়