ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সমাবেশের অনুমতির বিষয়ে জানতে ডিএমপিতে বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমাবেশের অনুমতির বিষয়ে জানতে ডিএমপিতে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্বঘোষিত সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত জানতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।

সোমবার সকাল ১০টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ডিএমপিতে যায়। তারা ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিয়ার সঙ্গে দেখা করে সমাবেশের অনুমতি সম্পর্কে জানতে চান।

প্রতিনিধিদলে আরো ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।

আহমদ আজম খান রাইজিংবিডিকে বলেন, ‘সমাবেশের অনুমতি নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আপনাদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেও এ বিষয়ে অবহিত করা হতে পারে।’

অনুমতির বিষয়ে নিয়ে ডিএমপি কমিশনার কী বলেছেন তা জানতে চাইলে বিষয়টি পরিষ্কার না করে পরবর্তী সংবাদ সম্মেলনে জানানোর কথা জানান বিএনপির এই নেতা।

২২ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে সমাবেশ করার বিষয়ে ডিএমপির অনুমতি চেয়েছে বিএনপি।



রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়