ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বিএনপিকে নির্বাচন থেকে সরাতে চক্রান্ত হচ্ছে’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৭, ২০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিএনপিকে নির্বাচন থেকে সরাতে চক্রান্ত হচ্ছে’

জ্যেষ্ঠ প্রতিবদেক : বিএনপি ও খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির এই মহাসচিব বলেন, ‘আগামী নির্বাচনে দেশনেত্রী খালেদা জিয়া তার দল বিএনপি এবং ২০ দলীয় জোট জাতীয়তাবাদী শক্তি যাতে অংশ নিতে না পারে সে জন্যই আজকে চক্রান্তগুলো করা হচ্ছে।’

‘এই চক্রান্ত যদি আমরা প্রতিরোধ করতে না পারি ষড়যন্ত্র যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে আমাদের দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। ইতোমধ্যে দেশে গণতন্ত্র, অর্থনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছে। তাই আর কালবিলম্ব না করে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব রাজনৈতিক দলকে ঐক্য গড়ে তুলতে হবে।’ আন্দোলন এবং গণঅভ্যূত্থানের মধ্য দিয়েই খালেদা জিয়াকে মুক্ত করে আনা হবে বলে জানান মির্জা ফখরুল।

‘খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের’ প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) নামের একটি সংগঠন।

বিএনপি নেত্রীর মুক্তির জন্য রাজপথে নামার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজ প্রায় ১২ দিন হতে চলেছে দেশনেত্রী খালেদা জিয়া এখন সেই নাজিমউদ্দীন রোডের পরিত্যক্ত অন্ধকার কারাগারের প্রকষ্টে বন্দি হয়ে আছেন। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন স্বাধীনতা স্বার্বভৌমত্বকে রক্ষার জন্য যিনি আজীবন লড়াই সংগ্রাম করেছেন সেই নেত্রীকে আজ কারারুদ্ধ করে রাখা হয়েছে।’

‘এই অবৈধ অনৈতিক সরকার তারা অত্যন্ত সুপরিকল্পনার মধ্য দিয়ে সুদূরপ্রসারী তাদের যে আকাঙ্ক্ষা, সেটিকে বাস্তবায়িত করার লক্ষ্যে তারা তাকে (খালেদা জিয়া) রাজনীতি থেকে দূরে সরে দেওয়ার জন্য গভীর চক্রান্ত করছে।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমেদ, এম এ আজিজ, এম আব্দুল্লাহ, কাদের গনি চৌধুরী, ইলিয়াস খান, শহিদুল ইসলাম প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৮/রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়