ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সোহরাওয়ার্দী না হলে নয়াপল্টন চায় বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ২০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোহরাওয়ার্দী না হলে নয়াপল্টন চায় বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : খালেদা জিয়ার মুক্তি দাবিতে বৃহস্পতিবার পূর্বঘোষিত সমাবেশ আয়োজনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি দেওয়া সম্ভব না হলে নয়াপল্টনে তা আয়োজন করার কথা জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘যদি সোহরাওয়ার্দী উদ্যানে দিতে অসুবিধা হয় তাহলে নয়াপল্টনের সামনে দিন। আমরা সেখানেই সমাবেশ করব।’

এখন পর্যন্ত সমাবেশের অনুমতির বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাননি জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখনো খবর পাইনি। যোগাযোগ করছি। আশা করছি, হয়তে সমাবেশের সুযোগ পাবে।’

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

সমাবেশের প্রস্তুতিতে বাধা দিতেই কর্মসূচিটির অনুমতি দিতে বিলম্ব করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী বলেছেন, আমরা বিএনপির কোনো কর্মসূচিতে বাধা দিচ্ছি না। আপনাদের যদি সোহরাওয়ার্দী উদ্যানে দিতে অসুবিধা হয়, তাহলে নয়াপল্টনের সামনে দিন। আমরা সেখানেই সমাবেশ করবে। নেত্রীর মুক্তির দাবিতে শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি পুলিশ দিবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস।’



রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৮/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়