ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোববার খালেদার জামিন মঞ্জুর : আশা মওদুদের

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোববার খালেদার জামিন মঞ্জুর : আশা মওদুদের

নিজস্ব প্রতিবেদক : আগামী রোববারই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন মঞ্জুর হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক প্রতিবাদী সংহতি সমাবেশে এ কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে খালেদা জিয়া মুক্তি পরিষদ এই সমাবেশটির আয়োজন করে।

মওদুদ আহমদ বলেন, ‘বেগম জিয়ার জামিনের জন্য আমরা আপিল ফাইল করেছি। আগামী রোববার জামিন আবেদনের শুনানি হবে। জামিন পাওয়া তার অধিকার। তবে আমাদের বিচারের যে নিয়মনীতি আছে, সেই নিয়মনীতিতে রোববারই বেগম জিয়ার জামিন মঞ্জুর হবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার জামিন আবেদনের জন্য আমরা ধৈর্য্য সহকারে রায়ের কপির জন্য অপেক্ষা করেছি। শেষ পর্যন্ত তারা (সরকার) দিতে বাধ্য হয়েছে। এরপরও সরকার নানারকম কূটকৌশলে বিলম্ব করেছে।’

মওদুদ আহমদ বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন দেখতে চায়। এ পরিবর্তন তাদের আকাঙ্ক্ষা। আর তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্যই আমাদের (বিএনপি) আন্দোলন করতে হবে। এ আন্দোলন সফল হবে।’

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা দেখাব, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেও একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা যায়। বিএনপি নির্বাচনের মাঠে নামলে বাংলাদেশের রাজনৈতিক চিত্র পাল্টে যাবে, এটা আমি বিশ্বাস করি। কারণ কোনো মানুষই এ সরকারকে আর দেখতে চায় না।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘এক দল নির্বাচনের ভোট চাচ্ছে। আরেক দলের নেত্রী জেলে আছেন। এতেই বুঝা যায়, বাংলাদেশের গণতন্ত্রের কী অবস্থা। এটাই হচ্ছে, আজকে সবচেয়ে বড় ট্র্যাজেডি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে প্রবীণ এ আইনজীবী বলেন, ‘এমনভাবে বক্তব্য দেবেন না যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করে।’

তিনি বলেন, ‘সরকার জানে তাদের জনপ্রিয়তা একবারেই নেই। আগামী নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত। এ জন্য সরকার খালেদা জিয়াকে কারাবন্দি করেছে, বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে, মামলা দিচ্ছে, গুম-খুন করছে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাখা হয়েছে বিরোধী দলকে দমন করার জন্য। তাদের এই একটাই কাজ। তারা হত্যা, ধর্ষণসহ সমাজে ঘটে যাওয়া নানা অপরাধ দমনে কোনো কাজ করছে না। তাদের এটাই শেখানো হচ্ছে।’

মওদুদ আহমদ বলেন, ‘খালেদা জিয়ার দূরদর্শী নির্দেশনায় আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার খুশি নয়। সরকার চেয়েছে আমাদের বিক্ষুব্ধ নেতা-কর্মীদের উস্কানি দেবে। আর তারা সে সুযোগে পেট্রোল পাম্প জ্বালাবে, অগ্নিসংযোগ করবে। আর তার দায় আমাদের ওপর চাপাবে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে আওয়ামী লীগের নৌকায় ভোট চাওয়া বন্ধ করত। নইলে আমাদেরও সভা-সমাবেশ, ভোট চাওয়ার সুযোগ দিত। আমাদের অধিকার আমাদের দিত। আমাদের এ সুযোগ না দিলে বুঝব, নির্বাচন কমিশন আবারো একদলীয় নির্বাচন করতে চায়। আর আমরা সে সুযোগ দেব না।’

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৮/মামুন খান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়