ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সমাবেশের বাইরে আরেক সমাবেশ

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ৭ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমাবেশের বাইরে আরেক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবরের দেওয়া ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের কানায় কানায় পূর্ণ হয়েছে অনেক আগেই।

দুপুর ১টার দিকে মূল মঞ্চ থেকে ঘোষণা দিয়ে জানানো হয় সমাবেশ স্থল পূর্ণ হয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, মূল সমাবেশ স্থলের বাইরে আর এক সমাবেশের সৃষ্টি হয়েছে। এই সমাবেশ উপলক্ষে শাহাবগ, টিএসসি চত্বর, বাংলা একাডেমি এলাকা, হাইকোর্ট এলাকার রাস্তাও কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

কথা হয় সমাবেশ স্থলের বাইরে স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দেওয়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা-কর্মীদের সঙ্গে।

তারা জানান, সমাবেশ স্থলে প্রবেশ করতে না পারায় তাদের কোনো আক্ষেপ নেই। তারা বাইরে থেকে সমাবেশে সমর্থন দিয়ে যাবেন।

এদিকে সমাবেশ স্থলের বাইরে অনেক স্থানে দেখা গেছে, ভ্যানে, সিএনজিতে মাইক লাগিয়ে বঙ্গবন্ধুর ভাষণ বাজাচ্ছেন। সেই মাইককে কেন্দ্র করে নেতা-কর্মীদের জটলা।

৭ই মার্চের সমাবেশ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক লাখ বিশুদ্ধ পানি বিতরণের উদ্যোগ নিয়েছে।

সরেজমিনে দেখা যায়, করপোরেশনের পানি প্রায় ৫টি ক্যাভার্ড ভ্যানে করে সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে বিতরণ করছে। খুব সুষ্ঠু পরিবেশে পানি বিতরণ করা হচ্ছে। রাস্তার বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের জটলা দেখে পানি বিতরণ করছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ মার্চ ২০১৮/হাসিবুল/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়