ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শনিবার রাজধানীতে বিএনপির প্রতিবাদ কর্মসূচি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ৮ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শনিবার রাজধানীতে বিএনপির প্রতিবাদ কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার অভিযোগ তুলে রাজধানীতে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

আগামী ১০ মার্চ শনিবার ঢাকা মহানগরের থানায় থানায় এই কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান তিনি।

এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির পূর্বঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু হওয়ার পর হট্টগোলের মাধ‌্যমে নির্ধারিত সময়ের আগেই তা শেষ হয়ে যায়।

কর্মসূচি শেষ হওয়ার প্রায় ২০ মিনিট আগে বেলা পৌনে ১২টার দিকে পুলিশ সার্ক ফোয়ারার কাছে একজনকে আটক করলে নেতা-কর্মীদের সঙ্গে হট্টগোলের সৃষ্টি হয়। পরে বাধ‌্য হয়েই কর্মসূচিতে ইতি টানে বিএনপি।

বিএনপি নেতারা জানান, কর্মসূচি ১২টা পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু কর্মসূচি চলাকালে ছাত্রদল উত্তরের সভাপতি দিদারুল রাজকে আটক করে পুলিশ। এ নিয়ে নেতা-কর্মীদের মধ‌্যে ক্ষোভের সৃষ্টি হয়। তবে পরিস্থিতি খারাপ হওয়ার আগে তারা কর্মসূচি শেষ করতে বাধ‌্য হয়েছেন। ‘শান্তিপূর্ণ কর্মসূচি’ থেকে নেতা-কর্মী আটকের ঘটনায় নিন্দা জানান তারা।

গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর তাকে কারাগারে নিলে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান, প্রতীকী অনশন, গণস্বাক্ষর সংগ্রহ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে দলটির নেতা-কর্মীরা।



রাইজিংবিডি/ঢাকা/৮ মার্চ ২০১৮/রেজা/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়