ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

অগ্রণীকে হারিয়ে সুপার লিগে দোলেশ্বর

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ১৪ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অগ্রণীকে হারিয়ে সুপার লিগে দোলেশ্বর

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ নিশ্চিত করেছে প্রাইম দোলেশ্বর।

বুধবার বিকেএসপিতে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ৩ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে।

টস জিতে ব্যাটিং করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটে ২০৩ রান করে অগ্রণী ব্যাংক। ২২ বল হাতে রেখে ৩ উইকেটে জয় পায় প্রাইম দোলেশ্বর।



অলরাউন্ডার পারফরম্যান্সে দলকে জিতিয়েছেন জোয়াইব খান। প্রথমে বল হাতে ৩ উইকেট এবং পরবর্তীতে ব্যাট হাতে ৪১ রান করেন পাকিস্তানের এ ক্রিকেটার। দলের জয়ে বড় ভূমিকা রাখেন ফরহাদ হোসেন এবং মার্শাল আইয়ুবও। ফরহাদ ৪৯ ও মার্শাল ৪২ রান করেন। বল হাতে প্রাইম দোলেশ্বরের হয়ে দ্যুতি ছড়ান শরীফউল্লাহ। ৩৫ রানে ৩ উইকেট নেন ডানহাতি স্পিনার।

ব্যাটিংয়ে অগ্রণী ব্যাংকের হয়ে ভালো করতে পারেননি সিনিয়র ক্রিকেটাররা। শাহরিয়ার নাফিস শুরুতেই ফেরেন ৪ রানে। এছাড়া ধীমান ঘোষ করেন ৩ রান। ওপেনিংয়ে আজমির করেন ৩০ রান।দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন শামসুর ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন ইসলামুল আহসান।



১০ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে প্রাইম দোলেশ্বরের অবস্থান। ৩টি ম্যাচ হেরেছে তারা, ড্র করেছে ১টি। অগ্রণী ব্যাংকের অবস্থান তলানিতে। ১০ ম্যাচে এটি তাদের সপ্তম পরাজয়। মাত্র ৩টি ম্যাচ জিতেছে তারা।



রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৮/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়