ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সরকার নিরাপত্তাহীনতায় ভুগছে : খসরু

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ২০ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকার নিরাপত্তাহীনতায় ভুগছে : খসরু

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকার অগণতান্ত্রিকভাবে দেশ চালাতে গিয়ে জনগণের ভয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের করফারেন্স রুমে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস‌্য বলেন, ‘সরকারি দলের আচরণ শুধু অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিকই নয়, তাদের আচরণ ফ্যাসিজমে পৌঁছে গেছে। এটা নিরাপত্তাহীনতার একটি লক্ষণ।’

‘এই ধরনের একটি দল, তারা যখন নিরাপত্তাহীনতায় ভোগে, জনগণকে ভয় পায়, তখন তারা জনগণের অধিকার কেড়ে নিতে চায়। যেভাবে তারা দেশের মানবাধিকার, বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছে, মানুষের সর্বশেষ আশ্রয়স্থল বিচার বিভাগকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। এর একটি মাত্র কারণ, সেটা হলো- তারা নিরাপত্তাহীনায় ভুগছে,’ বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

‘গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীনতা সুসংহত, আইনের শাসন ও নিরপেক্ষ নির্বাচনের জন্য করণীয়’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ‘বাংলাদেশ জাতীয় দল’ নামের একটি সংগঠন।

সরকার চরম হতাশায় আছে, দাবি করে বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক বলেন, ‘বিএনপিসহ ২০ দলের মধ্যে কোনো হতাশা নেই। হতাশা কিন্তু সরকারি দলের। তাদের হতাশা এমন পর্যায়ে গেছে, তারা কোনো পথ খুঁজে পাচ্ছে না যে কোন পথে চলবে?’

তিনি বলেন, ‘যে পথে আওয়ামী লীগ যাচ্ছে তা স্বৈরশাসকের পথ। একদলীয় শাসকের পথ। যে পথে জনগণ আরো নির্যাতিত হতে হবে। সেই পথই সরকার বেছে নিয়েছে। এই অবস্থায় আগামী নির্বাচনকে সামনে রেখে তাদের একমাত্র পথ হচ্ছে নিপীড়ন-নির্যাতনের পথ। গুম, খুন,  হত্যা, জেল, জুলুমের পথ।’

সরকার খালেদা জিয়াকে কারাগারে রেখে জনগণকে ভোটবঞ্চিত করে নির্বাচন করতে প্রকল্প হাতে নিয়েছে বলেও মন্তব‌্য করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে জনগণ পূর্ণ সমর্থন জানিয়েছে। কেউ আমাদের সাথে হাঁটছে, কেউ পিছে বা কেউ পাশে হাঁটছে। কিন্তু লক্ষ্য একটাই, সেটা হলো- বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আমরা সেই পথে সফল হবই।’

আয়োজক সংগঠনের চেয়ারম্যান অ‌্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- প্রাক্তন মন্ত্রী মোস্তোফা জামান হায়দার, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তোফা ভূইয়া, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, দেশ বাচাঁও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়